ঢাকা | বঙ্গাব্দ

সন্ত্রাস চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলে আসার আহ্বান: হান্নান মাসউদ

  • নিউজ প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি, ২০২৬
সন্ত্রাস চাঁদাবাজ ছাড়া সবাইকে ১০ দলে আসার আহ্বান: হান্নান মাসউদ ছবির ক্যাপশন: হান্নান মাসউদ ও এড. মাহফুজ
ad728
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ জোরদার করেছেন ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারে এক পথসভায় তিনি সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ব্যক্তিদের জোটে যোগদানের এই আহ্বান জানান।
পথসভায় আব্দুল হান্নান মাসুদ বলেন, "যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত নন, তারা সবাই আমাদের ১০ দলীয় জোটে স্বাগত। এমনকি সাধারণ আওয়ামী লীগ কর্মীদের মধ্যে যারা অতীতে কোনো ধরনের জুলুম, নির্যাতন বা অন্যায় কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন না, তারাও চাইলে আমাদের সাথে যোগ দিয়ে দেশের সেবায় অংশ নিতে পারেন।" তিনি একটি বৈষম্যহীন ও শান্তিপূর্ণ হাতিয়া গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচনী প্রচারণায় প্রবাসীদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, "হাতিয়ার প্রবাসীদের ভালোবাসা ও আর্থিক সহযোগিতার কারণেই আমরা নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যেতে পারছি। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।" এ সময় তিনি ঘোষণা দেন যে, নির্বাচিত হলে হাতিয়ার প্রবাসীদের যাতায়াত সহজ করতে বিশেষ 'ফ্রি যাতায়াত ব্যবস্থা' চালু করা হবে।
হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামছল তিব্রিজের সঞ্চালনায় উক্ত পথসভায় আরও বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহান উদ্দিন ও এডভোকেট শাহ্ মাহফুজুল হক।
বক্তারা বলেন, হাতিয়ার দীর্ঘদিনের অপরাজনীতি ও সন্ত্রাসের সংস্কৃতি নির্মূল করতে ১০ দলীয় জোটের বিকল্প নেই। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সাগরিয়া বাজারের এই পথসভা শেষে আব্দুল হান্নান মাসুদ স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে জোটের পক্ষ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।




নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স
ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম

ট্রাইব্যুনালে ডাকসু ভিপি সাদিক কায়েম