ঢাকা | বঙ্গাব্দ

সোনাদিয়া ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি শুরু শুক্রবার থেকে

  • নিউজ প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর, ২০২৫
সোনাদিয়া ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি শুরু শুক্রবার থেকে ছবির ক্যাপশন: টিসিবি পণ্য
ad728

হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্যের বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার থেকে। তিন দিনব্যাপী এই কার্যক্রমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারগুলো সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

প্রথম দিন শুক্রবার বাংলা বাজারে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মানুষের জন্য পণ্য বিক্রি করা হবে। দ্বিতীয় দিন শনিবার চরচেঙ্গা বাজারে ১, ২ ও ৪ নং ওয়ার্ডের মানুষ টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবেন। তৃতীয় দিন রবিবার একই স্থানে ৩, ৫ ও ৬ নং ওয়ার্ডের জন্য বিক্রয় কার্যক্রম চলবে।

টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড প্রদর্শনের মাধ্যমে ক্রেতারা নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয় করতে পারবেন। বিক্রয় কার্যক্রম তদারকি করবেন স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তারা।

কর্তৃপক্ষ সকলকে নির্ধারিত দিন ও স্থানে উপস্থিত থেকে নিয়ম মেনে পণ্য সংগ্রহের আহ্বান জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Hatiyar Kotha

কমেন্ট বক্স
২১ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

২১ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি