নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুডিরচর ইউনিয়নে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘ডুনেট ফর গুড’ (Donate For Good)। তীব্র শীতের প্রকোপ থেকে সুরক্ষা দিতে ইউনিয়নের ১০০ জন দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিয়েছে সংগঠনটি।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় বুডিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রেহানিয়া কাসেমুল উলুম মাদরাসা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছাত্রসংগঠক আজগর আলী রবিন, স্থানীয় ব্যক্তিত্ব আবদুল ওহাব বাবুল এবং আশিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীপ অঞ্চল হওয়ায় হাতিয়ায় শীতের তীব্রতা তুলনামূলক বেশি। এই কঠিন সময়ে ‘ডুনেট ফর গুড’ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে তা প্রশংসার দাবি রাখে। বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে আসা উচিত।
তীব্র এই শীতে উষ্ণতার পরশ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কম্বল হাতে পেয়ে বৃদ্ধা ফাতেমা খাতুন বলেন, "আইন শীতের কারণে রাতে ঘুমাইতে পারতাম না। আইজ এই কম্বলটা পাইয়া অনেক উপকার হইলো। আল্লাহ তাগো ভালা করুক।"
দাতব্য সংস্থা ‘ডুনেট ফর গুড’-এর পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন এবং আগামীতেও দুর্গম এলাকার মানুষের সেবায় তাদের এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
Hatiyar Kotha